ভালোবাসা মানে

ভালোবাসা মানে বইয়ে পড়া মুখস্থ সংজ্ঞা নয়
ভালোবাসা মানে রুটিনবাঁধা ছককাটা জীবন নয়
ভালোবাসা মানে জ্ঞানীর গালভরা বুলি নয়
ভালোবাসা মানে বংশের মাপকাঠিতে বিচার নয়
ভালোবাসা মানে ধনী গরিবে বিভেদের দেয়াল নয়
ভালোবাসা মানে মন্ত্রবলে পাওয়া বাড়তি স্বার্থ নয়
ভালোবাসা মানে অশ্রুজলের অর্থ না বোঝা নয়
ভালোবাসা মানে জনতার আসরে বক্তৃতার বন্যা নয়
ভালোবাসা মানে দায়িত্বে কোণঠাসা গৃহ ভৃত্য নয়
ভালোবাসা মানে তৈরি আইনে ক্ষমতার শাসন নয়
ভালোবাসা মানে উপেক্ষার চোখ রাঙানি নয়
ভালোবাসা মানে নারী পুরুষের বৈষম্যের প্রাচীর নয়
ভালোবাসা মানে শুধুই নিজে ভালো থাকা নয়।

ভালোবাসা মানে চোখ উছলে পড়া আলো
চাইলেও না চাইলেও
ভালোবাসা মানে মন ভরা কোমল মায়া
হোক উষ্ণ বা শীতল
ভালোবাসা মানে অন্যের কষ্ট আপন করা
কাছে অথবা দূরে
ভালোবাসা মানে স্বস্তিভরা পরম নির্ভরতা
সুখে ও দুঃখে।

ভালোবাসা মানে শুধুই ভালোবেসে যাওয়া
কারণে কিংবা অকারণে।