ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের সকল নাগরিকের জন্য বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণাকে সামনে রেখে চলতি ২০১৭ সালের ডিসেম্বরে ঈশ্বরদী ও আটঘরিয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। শুক্রবার রাতে ঈশ্বরদী জয়নগরে মেসার্স খায়রুল ফিলিং স্টেশন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শিল্প, কৃষি, কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে বিদ্যুৎ অত্যন্ত জরুরি। ঈশ্বরদী ও আটঘরিয়ায় স্থাপিত শিল্প কলকারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক। সঠিক কাজে পরিমিত বিদ্যুত ব্যবহার আমাদের দেশকে উন্নত করবে। ঈশ্বরদীতে আনবিক শক্তি কমিশন, পাবনা থেকে ঢালারচর পর্যন্ত ট্রেন লাইন সংযোগ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পাবনা তথা উত্তরবঙ্গে শিল্প স্থাপন ও ব্যবসা বাণিজ্য প্রসারে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ব্যবসায়ী ও শিল্পোদ্যাক্তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনের শাসনকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও আইনের শাসন কায়েম করতে জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। মন্ত্রী বলেন, ভিক্ষুক মুক্ত ঈশ্বরদী ও আটঘরিয়া গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান।

খায়রুল গ্র“প অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবদুল লতিফ বিশ্বাস, শফিক গ্রুপের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান মল্লিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক এম.এ. বাতেন, মাছরাঙ্গা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি রিজু আহমেদ, পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/মে ২৭, ২০১৭)