গাজীপুর প্রতিনিধি : জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ সাতজানকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ি এলাকার ছয়টি ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় পুলিশ এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মুমিনুল ইসলাম (ডিআই-২) জানান, জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ি আওতাধীন ছয়টি ওয়ার্ডকে ৪৩ ভাগে বিভক্ত করে একযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জেলা পুলিশের পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। অভিযানের সময় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে আটক করা হয়েছে।

উল্লেখ, এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডের ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ জিহাদি বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০জনকে, ২৯ এপ্রিল গাজীপুর জেলা শহরসহ ৯টি ওয়ার্ডে অভিযান চালিয়ে ককটেল, চাপাতি, ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ ২০ জনকে, ৬ মে ভোগড়া ফাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ চারজনকে ও ২০ মে হোতা ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা-ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

(ওএস/এএস/মে ২৮, ২০১৭)