দাম বৃদ্ধি

রোজা এলেই বৃদ্ধি পায়
সকল বাজার দর
দোকানিরা ফায়দা লোটে
কে বা আপন পর ।
ইচ্ছেমত দর কষে দেয়
বাজার থাকে চড়া
দামের কথা বলতে গেলে
মেজাজ দেখায় কড়া।
ছোলা বেগুন মাছ মাংসের
দাম পায় অনেক বৃদ্ধি
দোকানিরা আচ্ছামত
করে স্বার্থসিদ্ধি।