রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শনিবার ২২ জুন রাতের আধাঁরে দুর্বৃত্তরা কাশিম নগর গ্রামের আর এ মৎস্য চাষ প্রকল্পে বিষ প্রয়োগ করেছে। এতে ওই বাণিজ্য ভাবে করা ওই প্রকল্পে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে ক্ষতিগ্রস্তের দাবি। ক্ষতিগ্রস্ত আবদুর রহিম উপজেলার কাশিম নগর গ্রামের মুক্তিযোদ্ধা হাজী অহিদ উল্যাহ ছেলে।

ক্ষতিগ্রস্ত মৎস্য মালিক আবদুর রহিম মধু বলেন, শনিবার রাতে উজেলার কাশিম নগর বিলে আ এ মৎস্য প্রকল্পের র্দুবৃত্তরা বিষ প্রয়োগ করে তেলাপিয়া, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির ২০ লক্ষাধিক টাকা মূল্যের ২ লক্ষাধিক মাছ মারা যায়। পরে এলাকার লোকজনের কাছে খবর পেয়ে উপস্থিত হয়ে দেখি পানির উপর মরা মাছ ভেসে উঠছে।
লামচর ইউপি চেয়ারম্যান মফিজ উল্যাহ বলেন, র্দুবৃত্তরা অতিরিক্ত বিষ প্রয়োগ করায় মাছ মরে দ্রুত পচন ধরেছে। অতিরিক্ত মাছ মরে পচন ধরার কারণে তুলে বিক্রি করাও সম্ভব হয়নি।
(এমআরএস/এএস/জুন ২২, ২০১৪)