রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স কাম অডিটোরিয়ামে রামগঞ্জ চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে শনিবার দিনব্যাপী সৃজনশীল শিক্ষা পদ্ধতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাবির আই ই আর প্রফেসর মো. নাজমুল হক, প্রফেসর রতন চৌধুরী।

এ সময় উপস্থিত থেকে সৃজনশীল শিক্ষা পদ্ধতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংস্থাপন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামা পদ দে, সংগঠনের উপদেষ্টা সফিক মাহমুদ পিন্টু, কর্নেল জাকির হোসেন, পৌর মেয়র বেলাল আহমেদ,সভাপতি হাফিজ আহমেদ, সহ-সভাপতি মো. ইমাম হোসেন, সম্পাদক শেখ আবুল বাশার, ফরিদ আহমেদ দেওয়ান, ফয়েজ মো. গোলাম ফারুক, মোজাম্মেল হক মজু প্রমুখ।
(এমআরএস/এএস/জুন ২২, ২০১৪)