ভাগ

লাগরে ভেলকি লাগ,
গরম খবর আছে,
নয়কো মিথ্যে-ফাঁকি,

হরিণ ছানার কাছে,
ঘুষ খেয়েছে নাকি
সোঁদর বনের বাঘ।

গেয়ে সারে গা মা,
শেয়াল বললো মামা
পেলাম নাকো ভাগ?

এই কথাটি শুনে,
লাফ দিলো তিন গুণে,

সিংহ রাজা কেঁপে,
উঠলো হঠাৎ ক্ষেপে,

করলো ভীষণ রাগ।
চাইলো নিজের ভাগ!

অনেক করে খেয়াল,
ভাগ করেছে শেয়াল,

সিংহ ভাগে নয়টি,
বাঘের ভাগে ছয়টি,

শেয়াল নিলো চারটি
নাদুস নুদুস ছাগ।