সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের নীতি মালার শর্তাবলী জাতীয় শিক্ষা সপ্তাহে সালথা উপজেলা নির্বাচন কমিটি নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে ক্রেস্ট ও সনদ গ্রহন করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।

উল্লেখ্য, ১৯৯৪ ইং সালে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজটি উপজেলা যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার ২ বছর পরেই এমপিও ভূক্ত হয় কলেজটি। উক্ত কলেজের শিক্ষার্থী যারীন রহমান স্বপ্নীল ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বর্তমানে অত্র কলেজে ৬৯ জন এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীসহ মোট ১২৯ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

(এএনএইচ/এএস/মে ৩১, ২০১৭)