পটুয়াখালী প্রতিনিধি : বৈরী আবহাওয়ার ও উপকূলবর্তী এলাকায় বিপদ সংকেতের  কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ অন্তত ২২টি রুটে আজ রোববার থেকে  দুদিন লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পটুয়াখালী নৌবন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়াও সাগর উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী নৌবন্দরের উপ-পরিচালক মো. বদরুল আলম জানান, ৬৫টি আসনের নিচে সব লঞ্চ বৈরী আবহাওয়া চলাচলে অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ। তাই ৬৫টি আসনের নিচে সব লঞ্চ ও নৌযানকে পটুয়াখালীর অভ্যন্তরীণ অন্তত ২২টি রুটে সাময়িক সময়ের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন ঘটলে এই আদেশ প্রত্যাহারসহ লঞ্চ চলাচল করতে পারবে।

তিনি আরো জানান, বর্ষাকালীন সময়ে নদী পথের দুর্ঘটনা এড়াতে নৌবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

(ওএস/এস/জুন ২২, ২০১৪)