চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লালখান বাজারের বাঘঘোনা এলাকায় একটি পাঁচতলা ভবনের ওপর বিশালাকৃতির পাহাড়ের একাংশ ধসে পড়েছে। এতে ওই ভবনের দোতলা পর্যন্ত ধসে পড়া মাটির নিচে চাপা পড়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই পাহাড়ধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে জানা গেছে, পাহাড়ধসের কারণে ভবনটির বাসিন্দারা বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে পাহাড়ধসের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার দীপক জ্যোতি খাসী পাহাড়ধসে পাঁচতলা ভবন চাপা পড়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরো জানান, ভবনটির পাশেই আরেকটি আটতলা ভবনের নিচতলা মাটিতে চাপা পড়েছে। উদ্ধার-তৎপরতা চলছে বলে জানান তিনি।

(ওএস/এস/জুন ২২, ২০১৪)