ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার পুলিশ রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী ফিরোজা খাতুনের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গতকাল বুধবার সেহেরির পর ওই মহিলা নিখোঁজ হয়। আজ ভোরে স্বজনরা বাড়ির পেছনে কচুক্ষেতে গলাকাটা অবস্থায় ফিরোজার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এনআইএম/এএস/জুন ০১, ২০১৭)