কুমিল্লা প্রতিনিধি : তিন দিনের টানা বর্ষণে কুমিল্লা মহানগরবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষণে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রোববারও জলাবদ্ধতার কারণে নগরবাসীর দুর্ভোগ অব্যাহত রয়েছে। নগরীর বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানায় পানি ঢুকে পড়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা জিলা স্কুল, আওয়ারলেডী অব ফাতিমা গার্লস হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে পানি জমায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

এদিকে স্টেডিয়াম মার্কেট, পুলিশ সুপার মার্কেট, চকবাজার, পুলিশ সুপারের বাসভবন, ধর্মপুর বিআরটিসি বাস ডিপো, আদালত প্রাঙ্গণ, রেইসকোর্সের স্থানসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

বর্ষণের কারণে শিক্ষার্থী ও অফিসগামী মানুষসহ শ্রমজীবী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহানগরীর নিচু এলাকার বাসা-বাড়িতে ড্রেনে ময়লা পানি প্রবেশ করেছে।

এ ছাড়া বৃষ্টির কারণে কুমিল্লার বাজারে শাক-সবজির সরবরাহ কমে গেছে। ফলে বেড়েছে দাম।

(ওএস/এস/জুন ২২, ২০১৪)