পাবনা প্রতিনিধি : ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, এখন থেকে পাবনার জনগণ অতি সহজেই সার্ভার স্টেশন থেকে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে পারবেন।

তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যেই স্মার্টকার্ড প্রণয়নের ব্যাপারে কমিশন আশাবাদী।

জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন, শিক্ষাবিদ প্রফেসর মুহম্মদ নুরুন্নবী, প্রেসক্লাব সম্পাদক আহমেদ উল হক রানা, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিএম আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, মালঞ্চি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী রেজা খান কাকন প্রমুখ।

সভায় জানানো হয়, প্রথম পর্যায়ে ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা সদরে, দ্বিতীয় পর্যায়ে বেড়া, সাঁথিয়া, সুজানগরে এবং তৃতীয় পর্যায়ে ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হবে।

(ওএস/এস/জুন ২২, ২০১৪)