বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় বাগেরহাটের শরণখোলা থানায় মামলা দায়ের করেছে বনবিভাগ। ঘটনার ৬দিন পর বৃহস্পতিবার রাতে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলী ফরেষ্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদি হয়ে দুই জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নজির হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৪৫) এবং ২০১৬ সালে সংঘটিত অগ্নিকান্ডে বনবিভাগের দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামী একই গ্রামের আ. জলিলের ছেলে আলামীন (৩৫)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আব্দুল জলিল জানান, ২০০০ সালের সংশোধিত বন আইনের ২৬(১ক)(গ) ধারায় দুই জনকে আসামী করে বনবিভাগ মামলা করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৬ মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী পরেষ্ট ক্যাম্পের মাদরাসার ছিলার বনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ আগুনে প্রায় ৫ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এঘটনায় চাঁদপাই রেঞ্জের এসিএফ মো. মেহেদিজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বনবিভাগ। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে ২০১৬ সালে ওই স্টেশনের বিভিন্ন এলাকায় চার বার অগ্নিকান্ড সংঘটিত হয়। ওই ঘটনায় বনবিভাগ ১৮ জনকে আসামী করে শরণখোলা থানা ও বাগেরহাট আদালতে ৩টি মামলা দায়ের করে।

(একে/এএস/জুন ০৩, ২০১৭)