রাজবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ যুবমৈত্রী রাজবাড়ী সদর উপজেলার সহ-সভাপতি ও বরাট ইউপির সভাপতি অালমগীর খান এবং সদর উপজেলার সহ-সভাপতি ও বরাট ইউপির সহ-সভাপতি সেলিম প্রামানিকের বিরুদ্ধে মিথ্যা মামলার সঠিক তদন্ত ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুবমৈত্রী রাজবাড়ী জেলা শাখা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ওয়ার্কাস পার্টির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবমৈত্রী রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. বিপ্লব রায়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, যুবমৈত্রী কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি গোলাম সাব্বির, যুবমৈত্রী রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক সেলিম অাহম্মেদ, জেলা ছাত্রমৈত্রীর অাহ্বায়ক অামিন হাওলাদার, সদর থানা যুবমৈত্রীর সভাপতি অাব্দুল বারেক প্রমূখ। এছাড়া জেলা ওয়ার্কাস পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

এসময় বিপ্লব রায় বলেন, রাজবাড়ী সদরের যুবমৈত্রী নেতা অালমগীর ও সেলিমকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে অাটক করেছে পুলিশ। ওদের বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। বরাট ইউনিয়ন রাজবাড়ীর জেলার মধ্যে একমাত্র ইউনিয়ন যেখানে সর্বস্তরের লোকজন ওয়ার্কাস পার্টিকে ভালবাসে। কিন্তু একটি কুচক্রী মহল এটি চায় না। তাই অস্ত্র, গুলি ও হত্যা মামলার সন্দেহভাজন অাসামি দেখিয়ে ওই দুইজনকে অাসামি করে কোর্টে পাঠানো করা হয়েছে। যা অত্যান্ত দুঃখ জনক।

তাছারা অালমগীরকে অস্ত্রসহ অাটকের সময় ঘটনাস্থলে উপস্থিত কাউকে সাক্ষী না করে এই ঘটনার চক্রান্তের সঙ্গে সম্পর্কিত এমন দুই জনকে সাক্ষী করা হয়েছে। এ ঘটনায় অামরা অত্যান্ত বিক্ষুব্ধ এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় অাছি। অালমগীর ও সেলিম দুজনই ষড়যন্ত্রের শিকার। অামারা এ মামলার সুষ্ঠ তদন্ত ও মিথ্যা মামলা থেকে তাদের মুক্তির দাবি করছি।

(ওএস/এসপি/জুন ০৩, ২০১৭)