গোপালগঞ্জ প্রতিনিধি : ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনগণ। শুক্রবার রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে টুঙ্গিপাড়ায় ঘন ঘন লোড শেডিং চলছে। জৈষ্ঠের তীব্র গরম ও অব্যাহত লোডশেডিংয়ের ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বারবার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে এসব বিষয়ে সংশ্লিষ্টদের জানালেও এর কোনো প্রতিকার না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে শুক্রবার রাতে এলাকার প্রায় শতাধিক জনগণ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় ঘন ঘন লোডশেডিং বন্ধসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরহের দাবিতে তারা স্লােগান দেয়।

টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের গার্মেন্ট ব্যবসায়ী মো. রুবেল শেখ বলেন, সামনে ঈদ। সাধারণত রোজার মাসে একটু বেঁচা কেনা বেশি হয়। কিন্তু লোড শেডিংয়ের কারণে খরিদ্দারদের পণ্য দেখাতে পারি না। এক পর্যায়ে তারা চলে যেতে বাধ্য হয়। লোডশেডিংয়ের কারণে দোকানে কেনা-বেঁচা প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা লোকসান গুনে চলছি।

গোপালগঞ্জের পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. হারুন হামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

(ওএস/এসপি/জুন ০৩, ২০১৭)