টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে অভৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২টি ড্রেজার ধ্বংস করে দিয়েছে। শনিবার দুপুরে লৌহজং নদীর গেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার দুটি ধ্বংস করা হয়। এসময় পরিত্যাক্ত অবস্থায় একটি পালসার মোটরসাইকেল জব্দ করেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী বালু লুটেরা উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের আলহাজ শিল্পপতি নুরুল ইসলাম ব্রিজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এতে নবনির্মিত ব্রিজটি হুমকির মুখে পড়ে। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন শনিবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বালু লুটেরা পালিয়ে যায়। এসময় পরিত্যাক্ত অবস্থায় ভ্রাম্যমান আদালত একটি পালসার মোটরসাইকেল জব্দ করেন।

এর আগে ভ্রাম্যমান আদালত উপজেলার সোহাগপাড়া বাজারে কয়েকটি খাবার হোটেলে অভিযান চালায়। এরমধ্যে চারটি হোটেলে খাবার পরিবেশনে অপরিচ্ছন্নতা থাকার কারণে মালিকদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত সাদমীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমান আদালতের বিচারক ইসরাত সাদমীন বলেন, লৌহজং নদীর গেড়ামারা এলাকায় বিজের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। ড্রেজার দুটি ধবংস করে দেয়া হয়েছে। তাছাড়া পরিত্যাক্ত অবস্থায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া সোহাগপাড়া বাজারে হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

(এমএনইউ/এএস/জুন ০৩, ২০১৭)