‘অচিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলোকিত হবে’
দিনাজপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্রকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যেভাবে আলোকিত করেছিল আমার বিশ্বাস শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে অচিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলোকিত হবে।
শনিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে তাদেরও বিচার বাংলার মাটিতে হয়েছে। খুনিরা সেদিন নিষ্পাপ শিশু শেখ রাসেলকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এতে বাদ যায়নি ক্রীড়াঙ্গন। কারণ বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকার সব পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবন্ধ।
উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, জেলা পরিষদের সদস্য মো. নুরে আলম খন্দকার কায়ছার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মামুন প্রমুখ।
(ওএস/এএস/জুন ০৩, ২০১৭)