নরসিংদী প্রতিনিধি : জামাত শিবিরের নিবন্ধন বাতিল ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণজাগরন মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেছেন,এক দিকে ইসলামী ব্যাংকের অর্থ গ্রহণ অপর দিকে গণজাগরন মঞ্চের উপর পুলিশি হামলার মাধ্যমে প্রশ্ন উঠেছে জামাত শিবির নিষিদ্ধ সহ ৬ দফা দাবি বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছে তা থেকে সরকার সরে আসছে কিনা। এই প্রশ্ন শুধু গণজাগরন মঞ্চের নয়। এই প্রশ্ন সাধারন মানুষের। অন্যদিকে বাংলাদেশের গুটি কয়েক রাজনৈতিক দল মানুষকে হতাশ করে যুদ্ধাপরাদের বিচারের ব্যাপারে যে দীর্ঘসুত্রতার সৃষ্টি করেছে ও জামাত শিবির নিষিদ্ধের দিক থেকে দৃষ্টি সড়িয়ে রাজনীতি করতে চাচ্ছে সেই অপরাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

রবিবার বিকেলে নরসিংদীতে গণজাগরন ঘরে ঘরে পৌছে দিতে এবং সাধারণ মানুষকে গণজাগরন মঞ্চের সাথে সম্পৃক্ত করতে লিফলেট বিতরণ, গনসংযোগও পথ সাভায় তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন নরসিংদী গণজাগরন মঞ্চের মূখপাত্র মীর লোকমান সহ গণজাগরন মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা।

মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার বিকেল ৫টার দিকে নরসিংদীর পৌরসভার সামনে মুক্তিচত্ত্বরে পথ সভা শেষে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন। পরে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও মানবতা অপরাধের অপরাধীদের বিচার কার্য ত্বরান্বিত করা সহ ৬ দফা দাবি বাস্তবায়দের দাবিতে মৌন মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়র প্রদক্ষিণ শেষে নরসিংদী সরকারি কলেজে ক্যাম্পাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ সভা করেন।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আরো বলেন,৬ দফা দাবি বাস্তবায়নের পর দুর্নীতি ও সন্ত্রাস সমসাময়িক সমস্যা দূর করা সহ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আন্দোলন ঘোষণা করা হবে।

(এমডি/জেএ/জুন ২৩, ২০১৪)