পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণের বিষয়ে রবিবার উপজেলা সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার শুধাংশু কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক ও বাবুপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার প্রমূখ বক্তব্য রাখেন।

কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার শুধাংশু কুমার সরকার সভায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনায় বলেন, ১৫ জুন থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে ২৪ জুন শেষ হবে। এর আগে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণের বিষয়ে জনসাধারণের অবহিতকরণের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়। পৌরসভাসহ সকল ইউপিতে মাইকিং করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ বলেন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার উপযুক্ত কোন ব্যক্তি যেন বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে সম্পাদনে জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজনের আন্তরিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। সভায় সংশ্লিষ্ট উপজেলা সমন্বয় কমিটির কর্মকর্তাবৃন্দসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএইচ/জেএ/জুন ২৩, ২০১৪)