আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। আহতদের হাসপাতাল নেয়া হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

দুর্ঘটনায় আহত-নিহতদের কারো পরিচয় এখনও পাওয়া যায়নি।

বারৈলি হাসপাতালের চিকিৎসক ড. সলৈষ রঞ্জন বলেছেন, সকাল পৌনে ৬টার দিকে আমাদের এখানে ২২টি মরদেহ নিয়ে আসা হয়। মরদেহগুলো পুড়ে ছাই হয়ে গেছে। মরদেহগুলোর কোনটি নারী, কোনটি পুরুষ তাও বোঝা যাচ্ছে না।

৩৮ জন যাত্রী নিয়ে গোন্ডা থেকে দিল্লি যাচ্ছিল বাসটি।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৭)