স্টাফ রিপোর্টার : আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশন।

 

সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

তারা বলেন, বিড়ি সম্পূর্ণ দেশিশিল্প। এ শিল্পে গরিব, বিধবাসহ অনেক নারীশ্রমিক কাজ করেন। বিড়িশিল্পকে ধ্বংস করার চেষ্টা করছেন অর্থমন্ত্রী।

তারা আরও বলেন, আমরা লক্ষ্য করেছি কিছুদিন ধরে অর্থমন্ত্রী বলছেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশে বিড়িশিল্পের অস্তিত্ব থাকবে না। বিড়িতে স্বাস্থ্যঝুঁকি বেশি, সিগারেটে তেমন নাই।’

‘এটা বিদেশি সিগারেট কোম্পানিগুলোর শেখানো ভাষা’ উল্লেখ করে বিড়িশ্রমিক নেতারা অভিযোগ করেন, ‘অর্থমন্ত্রীর এ বক্তব্যই প্রমাণ করে তিনি বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর দালালি করছেন।’

তারা বলেন, ‘২০১৭-১৮ সালের বাজেটে বিড়ির ওপর অধিকহারে রাজস্ব কর প্রস্তাব করা হয়েছে। যা এ শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রেরই অংশ।’

বক্তারা বিড়িশিল্প রক্ষায় কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর থেকে অযৌক্তিক রাজস্ব কর প্রস্তাব এবং বিড়িতে স্বাস্থ্যঝুঁকি আছে, সিগারেটে নাই- অর্থমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহার করতে হবে। এছাড়া নিম্নমানের সিগারেটের প্রতি সলাকা পাঁচ টাকা নির্ধারণেরও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, হারিক হোসেন, প্রনব দেবনাথ প্রমুখ।

(ওএস/এসপি/জুন ০৫, ২০১৭)