বলবো এসব কাকে?

জন্মের পর আজান শুনেছি
চোখ খুলে দেখি শ্মশান
অর্থ বিলাস সবই আছে
নাই ধর্মীয় জ্ঞান।

সখের ঘোড়ায় দুনিয়া চরেছি
চশমা পরেছি রঙিন
নেশার ঘোরে ঘরে ফিরে
খুনি সেজেছি সেদিন।

বন্দির চেয়ে মৃত্যু ভালো
কষ্ট অনেক কম
অন্ধ জেলে নৃত্য করে
মানুষ রুপের জম।

ঐশী সেজে বেশ করেছি
খুন করেছি বাপ-মাকে
কত দোষে দোষী তারা
বলবো এসব কাকে?