যশোর প্রতিনিধি : যশোরের বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সোমবার দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে ৮১ হাজার ৭৮৪ বোতল ফেনসিডিলি, ১১৫টি ফেনসিডিলের খালি বোতল, ২ হাজার ৮০৯ বোতল বাংলা মদ, ১৯ লিটার চোলাই মদ, ৪ হাজার ৩৪ বোতল উন্নতমানের মদ, ৯৫৮ ক্যান বিয়ার, ৩১১ কেজি গাঁজা, ৬৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ হাজার ৩৬৬টি সেনেগ্রা ট্যাবলেট, ১ হাজার ৮৯৬টি ভায়াগ্রা ট্যাবলেট ও ৮৫ গ্রাম হেরোইন। এ সব মাদকের বাজার মূল্য ৪ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান, ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক প্রমুখ।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৭)