যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১৫টি বোমা জব্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বেনাপোল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের গোপন বৈঠক চলছে- এই ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে যশোর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবির সভাপতি তরিকুল ইসলাম ও বেনাপোল পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১৫টি বোমা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে অনেক নেতারা পালিয়ে যান বলে ওসি জানান। বেনাপোল পোর্ট থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় নাশকতা আইনে মামলা হয়েছে।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৭)