ফেনী প্রতিনিধি : ফেনীতে বিষাক্ত জেলিযুক্ত ১০০ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে ফেনীর সর্ববৃহৎ মাছের আড়তে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিষাক্ত জেলিযুক্ত আড়াই মণ চিংড়ি জব্দ ও ওই মাছ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, অভিযানকালে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অপরাধে শাহজালাল মাছের আড়তের মালিক মো. জালালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি বলেন, মাছ ব্যবসায়ীরা চিংড়ির পেট ও পিঠের ভেতরে বিষাক্ত জেলি ঢুকিয়ে ৮০০-৮৫০ গ্রাম চিংড়ি মাছের ওজন এক কেজি বা তারও বেশি করে বিক্রি করছে। বিষাক্ত জেলি ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে ভোক্তারা। ঠকছে সাধারণ মানুষ।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৭)