আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে পাঁচ দিন ধরে চলা প্রবল ঝড়বৃষ্টিতে ২৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে প্রত্যক্ষ আর্থিক ক্ষতি হয়েছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রবিবার রাতে জানিয়েছে, হুনান প্রদেশে বুধবার এই ঝড়বৃষ্টি শুরু হয়। পরে চিয়াংসি ও ফুজিয়ান প্রদেশসহ পাঁচটি প্রদেশ ঝড়বৃষ্টির কবলে পড়ে। ঝড়বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে ৮৭ হাজারেও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ৬৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৪২ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সূত্র : এপি

(এইচআর/জুন ২৩, ২০১৪)