স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টা ০৭ টা মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন-জিজ্ঞাসা টেবিলে উত্থাপন। এরপর আইন প্রণয়ন কার্যবলীতে রয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪ এর রিপোর্ট উত্থাপন। এরপরেই প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা।

দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন চলবে ৩ জুলাই পর্যন্ত। এরইমধ্যে আগামী ২৯ জুন নতুন অর্থ বছরের প্রস্তবিত বাজেট পাশ হবে।

(এইচআর/জুন ২৩, ২০১৪)