ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রমজানেও অন্যান্য কার্যদিবসের মতোই সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হবে। তবে লেনদেনের সময় এক ঘন্টা কমিয়ে দুপুর দেড়টা পর্যন্ত করা হয়েছে।

রবিবার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সময়সূচি একই রকম হবে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে সিএসইর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ডিএসইর চিঠিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সকাল সাড়ে ১০টায় চালু হবে। আর লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এ জন্য ডিএসইর অফিসিয়াল সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত।

(এইচআর/জুন ২৩, ২০১৪)