আন্তর্জাতিক ডেস্ক : কোরিয়ার উত্তরাঞ্চলে গোষ্ঠীগত হামলায় রবিবার অন্তত ২০ জন নিহত হয়েছেন। 

সোমালিয়া সীমান্তবর্তী ওয়াজির কাউন্টিতে মে মাসের মাঝামাঝি দেগোদিয়া ও গারে সম্প্রদায়ের মধ্যে এ সংঘাত শুরু হয়। সংঘাতে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

পুলিশের মুখপাত্র মাসুদ মাওয়িনয়ি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘দেগোদিয়া ও গারে সম্প্রদায়ের মধ্যে এ সংঘাতে আমরা এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছি। এই সংঘাতে আরও নয়জন আহত হয়েছেন।’

পানি ও জমি নিয়ে এই দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই লড়াই চলে আসছে। গত বছর তানা নদীর তীরবর্তী এলাকায় এই দুই সম্প্রদায়ের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছিল। স্থানীয় রাজনীতিবিদদের উস্কানিতে এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। সূত্র : রয়টার্স

(এইচআর/জুন ২৩, ২০১৪)