স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাসায় অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু হয়।

অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার মওদুদ। বাড়ি উচ্ছেদকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। নিশ্চয়ই আমি আইনের আশ্রয় নেব।’

তিনি আরও বলেন, ‘মূল কথা হলো আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না। ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়।’

আপনাকে যে বাড়ি ছাড়তে হচ্ছে আপনি এখন কোথায় যাবেন? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তার বাসা থেকে মালামাল রাজউক কোথায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কেও কিছু জানাতে পারেননি।

(ওএস/এসপি/জুন ০৭, ২০১৭)