সিলেট প্রতিনিধি : সিলেটে জামায়াতের ডাকা আধাবেলা হরতাল বিক্ষিপ্ত ভাঙচুরের মধ্য দিয়ে পালিত হলো । সোমবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে মাঠে নামতে দেখা যায়নি জামায়াত-শিবির নেতা-কর্মীদের। তবে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে নগরীর শাহজালাল সেতু সংলগ্ন এলাকায় ২টি ও সাড়ে ১১টায় সোবহানীঘাটে ৩টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে হরতালকারীরা। এর আগে সকাল ৯টার দিকে নগরীর মদিনা মার্কেট ও পাঠানটুলা এলাকায় দু’টি হিউম্যান হলার এবং ৫টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে তারা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ হরতালে ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন, শুধু মদিনা মার্কেট এলাকায় সড়ক অবরোধ করতে চেয়েছিল জামায়াত-শিবির। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে তারা পালিয়ে যায়। এদিকে, হরতাল চলাকালে নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

উল্লেখ্য, শনিবার সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতার করে শাহপরান (রহ.) থানা পুলিশ। এর প্রতিবাদে সোমবার আধাবেলা হরতালের আহ্বান করে জামায়াত-শিবির।

(ওএস/জেএ/জুন ২৩, ২০১৪)