নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে অবৈধ ভাবে নওগাঁ পৌরসভা কর্তৃক রাস্তা নির্মানের প্রতিবাদে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক  শিক্ষিকা ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এটিম মাঠের পাশ দিয়ে ওই নির্মিত রাস্তার ওপর ঘন্টাকালব্যাপী এ কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক কাবা তুল্লাহ, রেজাউন নবী, অনিক, আব্দুল বারী, এনামুল হক প্রমুখ। বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত রেখে রাস্তা নির্মানের দাবী জানান। নইলে বৃহত্তর কর্মসুচী গ্রহন করার হুমকী প্রদান করা হয়।

(বিএম/এএস/জুন ০৮, ২০১৭)