চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চিৎলা হাটপাড়ায় আলামিন (১২) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বসতঘরের বারান্দায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার চিৎলা হাটপাড়া গ্রামের আজিবার রহমানের ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলাম (৩৫) ও ইব্রাহিম (৪৫) নামে দুইজনকে আটক পুলিশ করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় আলামিন নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে প্রকৃতির ডাকে পরিবারের সদস্যরা বারান্দার গ্রীলের তালা খুলে বের হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩/৪ জন দুর্বৃত্ত ঘুমন্ত আলামিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মাদার বক্সের ছেলে জহুরুল ইসলাম ও ঘরজামাই ইব্রাহিমকে আটক করা হয়।

দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আটকদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জানান।

(ওএস/এএস/জুন ০৯, ২০১৭)