আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে কাতার কারো কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।

বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত নই এবং আমরা কখনোই আত্মসমর্পণ করব না।

তিনি আরো বলেন, কাতার তার পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না।

কাতার জঙ্গি গোষ্ঠিগুলোকে অর্থায়ন করছে, এই অভিযোগে সম্প্রতি সৌদি আরবসহ কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এর কয়েক দিন পরেই কাতারের পররাষ্ট্রমন্ত্রী তাদের নীতি অপরিবর্তিত রাখার ঘোষণা দিলেন।

(ওএস/এএস/জুন ০৯, ২০১৭)