আন্তর্জাতিক ডেস্ক : গেল সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে জিম্মি ঘটনার সূত্র ধরে অস্ট্রেলিয়া পুলিশের দেড় শতাধিক সদস্য তিনটি বাড়িতে অভিযান চালিয়েছে।

সোমবার একজনকে হত্যা, তিন পুলিশকে আহত ও এক নারীকে জিম্মি করার পর পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ইয়াকুব খায়ের।

ওই ঘটনার পর শুক্রবার ৩২ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন ওই সন্ত্রাসী ঘটনার আগে ইয়াকুব কিভাবে অস্ত্র পেয়েছিলেন তার সঙ্গে সম্পর্কিত এই অভিযান।

পুলিশ বলছে, জিম্মি নাটক চলাকালে ইয়াকুব আইএস ও আলকায়েদা নিয়ে কথা বলেছিল।

শুক্রবার আরও কযেকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশের ডেপুটি কমিশনার শন প্যাটেন বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, সন্ত্রাসের সঙ্গে জড়িত বা অপরাধীর সঙ্গে যোগসাজশ রয়েছে এমন কাউকে এখনও আমরা চিহ্নিত করতে পারিনি।

(ওএস/এসপি/জুন ০৯, ২০১৭)