রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে দেড়শ’ টাকা পাওনার জেরে প্রতাপ চন্দ্র (৪২) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করেছে রহিদুল্লাহ নামে এক দোকানদার। বৃহস্পতিবার রাতে উপজেলার চতরা ইউনিয়নের মায়াগাড়ি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রতাপ ওই এলাকার মৃত প্রাণনাথ চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা রহিদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার মুদি দোকানদার রহিদুল্লাহর কাছ থেকে ২৮০ টাকা বাকীতে বাজার নিয়েছিলেন প্রতাপ চন্দ্র। বৃহস্পতিবার ছিল ওই দোকানের হালখাতা। প্রতাপ তার ভাতিজা লিটনসহ (২৫) রাত ৯টার দিকে হালখাতা খেতে দোকানে যান। খাওয়া শেষে পাওনা ২৮০ টাকার মধ্যে ১৩০ টাকা পরিশোধ করেন। কিন্তু এতে দোকানদার রহিদুল্লাহ রাজী না হলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে রহিদুল্লাহ তার দোকানে থাকা ছুরি দিয়ে এলোপাথারি চাচা ও ভাতিজাকে কোপাতে থাকেন। এতে দুইজনই গুরতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং দোকানদার রহিদুল্লাহকে আটক করে পুলিশে খবর দেন।

মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে প্রতাপ চন্দ্র মারা যান। ছুরিকাঘাতে আহত লিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হারুন-অর-রশীদ জানান, পুলিশ রহিদুল্লাহকে আটক করেছে। নিহত প্রতাপের মরদেহ ময়নাতদন্তের জন্য রমেকের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

(ওএস/এসপি/জুন ০৯, ২০১৭)