নিউজ ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করা হয়েছে এবার। নরেন্দ্র মোদির নামের সংক্ষিপ্ত অংশ ‘নমো’ নাম দিয়ে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করেছে ইন্নোভাজিওন নামের ভারতীয় একটি প্রতিষ্ঠান।

প্রযুক্তিপ্রেমীদের জন্য পুরোপুরি বিনামূল্যে ছাড়া হয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি।

ভাইরাস ঠেকাতে এই অ্যান্টিভাইরাসটি খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইন্নোভাজিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা অভিষেক গাগনেজা জানিয়েছেন, ভারতের ৫৭ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কম্পিউটার বা যেকোন গ্যাজেট ব্যবহার করেন। আর অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশ লোক পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করেন। বাকি ১৩ শতাংশ জেনুইন লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। ভারতের এই বড় অংশটিকে যারা অ্যান্টিভাইরাস ব্যবহার করেনা তাদের আগ্রহী করতেই আমাদের এই পদক্ষেপ।

উল্লেখ্য যে, নরেন্দ্র মোদি বা তার দলের সঙ্গে ইন্নোভাজিওনের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অভিষেক। অভিষেক বলেন, রাজনীতিবিদদের কাছে মানুষের প্রত্যাশা তুলে ধরতেই অ্যান্টিভাইরাসটির এই ব্যতিক্রমধর্মী নাম দেয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে অ্যান্টিভাইরাসটি আরো উন্নত করে বাজারে ছাড়া হবে।

(ওএস/এটিআর/জুন ২৩, ২০১৪)