নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার প্রায় ৬ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘উম্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এই বাজেট ঘোষণা করেন।

৬৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা আয় নির্ধারণ করে ১৯ লাখ ৪৩ হাজার ১৯৮ টাকা উদ্ধৃত্ত ঘোষণা করা হয় এই বাজেট। বাজেট ঘোষণা শেষে জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ পৌর পরিষদের সদস্যরা । সেখানে বিগত বছরের নগর উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেন মেয়র।
অনুষ্ঠানটি ক্যাবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করার কারণে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বসে মুঠোফোনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন করেন পৌর নাগরিকগন।

(এমআইএস/এসপি/জুন ০৯, ২০১৭)