চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিএসটিআই এর অনুমোদনহীন লক্ষাধিক টাকার গ্রেনেড ব্রান্ডের মশার কয়েল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জরদ্রিস মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাগ হোসেনের ‘মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ’ এর গোডাউনে অভিযান চালিয়ে ৮২ কার্টন কয়েল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান এবং বিএসটিআই’র রাজশাহী অঞ্চলের ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ।

গোবিন্দ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে বিএসটিআই’র লোগো ব্যবহার করে গ্রেনেড ব্রান্ডের মশার কয়েল তৈরি করে ডিলারের মাধ্যমে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করছিল ঢাকার ইভানা ফুড এন্ড কেমিক্যাল কোম্পানী। গোপন সংবাদ সুত্র ধরে চাটমোহর মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ-এর গোডাউন থেকে ৮২ কার্টন কয়েল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় অভিযান চালানো হবে জানান তিনি।

(এসএইচএম/এএস/জুন ০৯, ২০১৭)