চাটমোহর (পাবনা) প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৭ তে চাটমোহরের ছাইকোলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অর্জন করেছে। গত ৬ ও ৭ জুন রাজশাহী কলেজ মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের ১৬ টি কলেজ এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করে। সৌর তাপ সংগ্রহ করে টারবাইন ঘুড়িয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় এ মেলায় তা উপস্থাপন করেন ছাইকোলা ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী খাদিজাতুল কোবরা সেতু। তার পজেক্টের বিষয় বস্তু উপস্থাপিত হলে তা ব্যাপক ভাবে সমাদৃত হয়।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অরুণ কুমার বসাক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শিক্ষার্থী সেতু জানান, কলেজের সুনাম বয়ে আনতে পেরেছি বলে আমার খুব ভাল লাগছে। আমি খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও আমি কলেজের সুনাম অক্ষুন্ন রাখব। উল্লেখ্য, রাজশাহী বিভাগের ১৬ টি কলেজ এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করে।

(এসএইচএম/এএস/জুন ১০, ২০১৭)