নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইল জেলার নাগরপুর উপজেলার অন্তর্গত মোকনা  ইউনিয়ন আওয়ামীলীগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত মতবিনিময় সভায় সকলের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামীলীগ এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব আহসানুল ইসলাম টিটু,মোকনা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উক্ত ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ আহসানুল ইসলাম টিটুর কাছে তাদের এলাকার রাজনীতি সম্পর্কে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন ।

তাদের মতামতের প্রেক্ষীতে জনাব আহসানুল ইসলাম টিটু তৃণমুল পর্যায়ে বাংলাদেশ আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এছাড়া তিনি আগামী ২০১৮ সালের ২৮ ডিসেম্বর এর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে বলেন।

মোকনা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভার পাশাপাশি জনাব আহসানুল ইসলাম টিটু মোকনার কয়েকটি স্পটে পথসভায়ও অংশগ্রহণ করেন ।

(এইচএম/এসপি/জুন ১১, ২০১৭)