স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌশলী ব্যারিস্টার ড. তুরিন আফরোজের নিজস্ব কম্পিউটার থেকে মানবতাবিরোধী মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত খোয়া গেছে বলে যে অভিযোগ উঠেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টায় তার কক্ষে পুলিশ এসে তদন্ত শুরু করেন বলে জানিয়েছেন তুরিন আফরোজ সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. তুরিন আফরোজ বলেন, ট্রাইব্যুনালের কার্যালয়ের ৯ নম্বর কক্ষে রোববার যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে পুলিশ আজ সকাল ৮টা থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কম্পিউটার থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে নেয়া হয়েছে কি না অথবা হার্ড ডিস্কটি অন্য কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে কি না বিষয়টি তারা ক্ষতিয়ে দেখবে।

যেহেতু তার কক্ষে আরো দুইজন প্রসিকিউটর বসেন তাই তিনি এব্যাপারে কাউকে সন্দেহ করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আমি কাউকে সন্দেহ করছি না। তবে ঘটনাটি যদি সত্যি হয় তবে সে দায়ভার দেশবাসীর উপর পরবে। কেননা কম্পিউটারের তথ্য যদি অন্যত্র চলে যায় তবে পরবর্তি মামলাগুলোতে বাধার সৃষ্টি হবে।

তুরিন আফরোজের কম্পিউটার থেকে ডাটা চুরি, থানায় জিডি

(ওএস/এটিআর/জুন ২৩, ২০১৪)