মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএর নির্দেশে এ লঞ্চ চলাচল বন্ধ করে দেন মালিকরা। একই কারণে ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুর রহমান জানান, সোমবার সকাল থেকেই নদী এলাকায় বৃষ্টিসহ বাতাস বইছে। এ কারণে প্রথমে ছোট লঞ্চগুলো বন্ধ রাখা হয়। এক পর্যায়ে ঢেউয়ের মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভালাে হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃষ্টি ও বাতাসের কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে নদীর দুই প্রান্তে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৭)