লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণ মামলার ২৪ ঘন্টা পর রোববার রাতে জুবেদা নাহার পুতুল (১৪) নামে অষ্টম শ্রেণীর অপহৃত এক মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করে থানা পুলিশ। এসময় জুয়েল (২২) নামের এক অপহৃরণকারীও আটক করে। সোমবার (২৩ জুন) সকালে উভয়কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপহরণকারী জুয়েল জেলার সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তর কেরোয়া গ্রামের এছহাক ভূইয়াবাড়ীর প্রবাসী হুমায়ুন কবিরের মেয়ে ও এম রহমান আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী জুবেদা নাহার পুতুলকে গত ২১ জুন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণ হয়। পরে রাতে পুতুলের মা ছাজেদা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে রায়পুর থানায় মামলা করেন। এতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে কেরোয়া গ্রাম থেকে পুতুলকে উদ্ধারসহ জুয়েলকে আটক করে।
রায়পুর থানার উপ-পরিদর্শক আবু নাছের বলেন, অপহরণ মামলায় সোমবার সকালে পুতুল ও জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে।
(এমআরএস/এএস/জুন ২৩, ২০১৪)