পিরোজপুর প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা থেকে শিউর ক্যাশ এজেন্টরা উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা কেটে রাখছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রসংগত রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ এর মাধ্যমে উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রদানে সরকারের গৃহীত উদ্যোগ অভিভাবকদের কাছে প্রশংসিত হলেও পিরোজপুরের কাউখালী উপজেলায় শিওর ক্যাশ এজেন্টদের অনেকে অভিভাবকদের কাছ থেকে অবৈধভাবে কমিশন কেটে রাখছেন বলে জানা গেছে।

অভিভাবকরা অভিযোগ করেন, শিওর ক্যাশের এজেন্টের কাছ থেকে টাকা তুলতে গেলে তারা জনপ্রতি ১৫ থেকে ২০ টাকা হারে টাকা কমিশন কেটে রাখে।

সাংবাদিকরা অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানতে চাইলে এক এজেন্ট বলেন, অভিভাবকরা খুশি হয়ে ১০/২০ টাকা দিচ্ছে, তাই নিচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, আমার জানা মতে সরকারিভাবে এজেন্টদের সুবিধা দেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে কমিশন নেওয়ার নিয়ম নেই।

রূপালী ব্যাংক কাউখালী শাখার ব্যবস্থাপক বলেন, শিওর ক্যাশে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা তুলতে কোনো সার্ভিস ফি লাগে না ।

(এআরবি/এসপি/জুন ১২, ২০১৭)