হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : মামলা দায়েরের পরও স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাদলকে গ্রেফতারের দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট জেলা কমিটির সভাপতি শামীম আরা মিনা, গিদারী ইউনিয়নের ভিকটিমের স্বামী প্রমুখ।

বক্তারা বলেন, প্রভাবশালী হওয়ায় ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত করলেও চেয়ারম্যান বাদলকে পুলিশ গ্রেফতার করছে না। তারা বলেন সম্প্রতি ধর্ষণের ঘটনায় মামলা হলেও গিদারী ইউনিয়নের আলমগীরকে গ্রেফতার করেনি পুলিশ। তারা গাইবান্ধাসহ সারা দেশে সংঘটিত নারী, শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, অপরাধীরা প্রভাবশালী ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় প্রশাসন তাদের গ্রেফতার করছে না। তারা প্রশাসনের তীব্র সমালোচনা করেন।

(এসএইচবি/এএস/জুন ১২, ২০১৭)