আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করে অভিযোগ করেছেন, কাতারের মতো তাদের শরীক কয়েকটি আরব দেশ সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে।

স্কাই নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আমরা সন্ত্রাসীদের আর্থিক সহায়তা বন্ধ করে দেব তবে কাতারকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সন্ত্রাসীদের অর্থ সহায়তা দেয়া থেকে কাতারের অবশ্যই বিরত থাকা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার মধ্যপ্রাচ্য সফরের কথা উল্লেখ করে বলেছেন, এ সফরের মাধ্যমে ৩৫ হাজার কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক চুক্তি হয়েছে যা কিনা হাজার হাজার মার্কিন নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ মে প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান এবং দেশটির সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরপরই আরব দেশগুলো বিশেষ করে কাতার ও সৌদি আরবের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।