প্রবীর সাহা, পাবনা প্রতিনিধি : আজ পাবনা চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রড আদালতে ভুমি মন্ত্রী শামসুর রহমান শরিফের পুত্র শিরহান শরিফ তমালের জামিন মঞ্জুর হয়।

আসামী পক্ষে আইনজীবি হিসেবে ছিলেন এ্যাডভোকেট মো: আকরামুজ্জামান মামুন সহ সেনিয়র আইনজীবি পাবনা বারের সভাপতি এ্যাড.শাহ আলম, সাধারন সম্পাদক আব্দুল আহাদবাবু সহ প্রায় অর্ধশতাধিক আইনজীবি, চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রড রেজাউল করিমের আদালতে জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সি এস আই,এ.এস.আই আওয়াল ।

যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের সিএসআই কোন সুনির্দিষ্ট প্রমান দিতে না পারায় চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রড রেজাউল করিম জি.আর ৩৪৬/১৭ ঈশ্বরদী মামলায় শিরহান শরিফ তমালসহ ১২ জনকে ও আরও একটি মামলায় জি.আর.৩৫০/১৭ ঈশ্বরদী শুধু শিরহান শরিফ তমাল জামিন লাভ করে উলেøখ এ মামলায় শুধু ইশ্বরদী পৌর যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল জামিন লাভ করে।

উল্লেখ্য, পাবনার ইশ্বরদী পৌর যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১ জনকে গ্রেফতার হয়। তমাল শরিফ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের পুত্র। যুবলীগের সাবেক নেতা আরিফুল হাসান বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের শহীদ আমিনপাড়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জুবায়ের বিশ্বাসের পিতা আতিয়ার রহমান বাদী হয়ে ইশ্বরদী পৌর যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ৩২ জন এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় ১৮ মে গ্রেফতার হন শিরহান শরিফ তমালসহ ১২ জন।

(পিএস/এসপি/জুন ১৩, ২০১৭)