স্টাফ রিপোর্টার : নেত্রকোণা জেলার দুর্গাপুর সদরে বাগিচাপাড়া এলাকায় বিসমিলøাহ্ হোমিও সেন্টারের স্বত্ত¡াধিকারী ডাঃ কামরুল ইসলামের ভ‚ল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী উপজেলার গাভীনা গ্রামের আঃ হাই গণি কাছ থেকে চিকিৎসায় রোগ সেরে ফেলার নিশ্চয়তা দিয়ে দীর্ঘ ১১মাস চিকিৎসা করে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই ডাক্তার।

রোগীর রোগ সারাতো দূরের কথা রোগীর অবস্থা বর্তমানে মৃত্যু পথযাত্রী। কয়দিন পূর্বে লোকজনের চাপে সে ১০ হাজার টাকা ফেরৎ দিলেও রোগীর আত্মীয় স্বজনরা অবশিষ্ট টাকা ফেরৎ সহ রোগীকে উন্নত চিকিৎসা করার দাবী জানান।

মৃত্যু পথযাত্রী রোগীর পক্ষে তার শ্যালক আরিফুর রহমান লিখিত অভিযোগে জানান, আমার ভগ্নিপতিকে উন্নত চিকিৎসা করে রোগ সারানো জরুরী। রোগ সারানোর দায়িত্ব ডাঃ কামরুলকেই নিতে হবে। অন্যথায় রোগীর মৃত্যু ঘটলে এর দায় ডাঃ কামরুলকেই বহন করতে হবে।

উল্লেখ্য, এই ডাক্তার ৩মে ২০১৭খ্রিঃ দোকানে নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দিয়েছেন। চিকিৎসক ডাঃ কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমি চিকিৎসার ক্ষেত্রে এখন থেকে আরো সাবধান থাকব।

(ওএস/এসপি/জুন ১৩, ২০১৭)